প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা- ২০১৫

গত ২৭ নভেম্বর ২০১৫ তারিখে  বাংলাদেশ প্রশিক্ষণ উন্নয়ন সমিতি (বিএসটিডি) আওতাাভুক্ত প্রািশক্ষণ প্রতিষ্ঠান প্রধানদের সাথে  বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের প্রশিক্ষণ কেন্দ্রে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বিএসটিডি সভাপতি . সাদত হুসাইনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় বিএসটিডি সহ-সভাপতি (প্রশাসন) জনাব মোশারফ হোসেন, সহ-সভাপতি জনাব মুহাম্মদ আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি জনাব এম জানিবুল হক, সহ-সভাপতি নিলুফার বেগম, সমিতির মহাসচিব জনাব এম খায়রুল কবীর, জনাব এম মতিন, মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, মহাপরিচালক, বার্ড, কুমিল্লা এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক . মোঃ নূরুল আলম তালুকদারসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,প্রশিক্ষণ সেক্টরের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ১৯৮০ সালে বাংলাদেশ সোসাইটি ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট (বিএসটিডি) প্রতিষ্ঠিত হয় প্রশিক্ষণকে সম্মানজনক পেশা এবং প্রশিক্ষকদেরকে সম্মানিত পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠার অভিপ্রায়ে করণীয় নির্ধারণে প্রতিবছর ধরনের মতবিনিময় সভা অনুষ্ঠানে বিএসটিডি ভূমিকা সম্পর্কে তিনি জানান প্রশিক্ষকদের জাতীয় পর্যায়ের অন্যান্য সমিতির চেয়ে বিএসটিডি বেশী কাজ করে থাকে তাঁর বক্তব্যে তিনি বিএসটিডি কার্যক্রমের সচ্ছতা জবাবদিহিতার বিষয়ে সকলকে অবগত করেন প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষান্তে প্রতিবছর অডিট রিপোর্ট গ্রহণ করা হয় মর্মেও তিনি উল্লেখ করেন তিনি আরও জানান যে, যুগের চাহিদা অনুযায়ী উপযুক্ত ঞৎধরহরহম ঘববফ অহধষুংরং এর মাধ্যমে ঝঁরঃধনষব ঈড়ঁৎংব উবংরমহরহম এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য এই বিষয়ে তিনি সকলের সুচিন্তিত মতামত আহবান করেন মতবিনিময় সভায় মুক্ত আলোচনা পর্বে বিএসটিডি সহ-সভাপতি (প্রশাসন) জনাব মোশারফ হোসেন দক্ষ কর্মী-বাহিনী গড়ে তুলতে প্রশিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করে পর্বের সূচনা করেন অতঃপর মতবিনিময় সভায়  সুচিন্তিত মতামত তুলে ধরেন বিএসটিডি সহ-সভাপতি জনাব এম জানিবুল হক জনাব মুহাঃ আব্দুল কুদ্দুস, আরডিএ এর মহাপরিচালক জনাব এম মতিন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমীর অধ্যক্ষ, কে এম সামশেদুদ জামান, আনসার ভিডিপির পরিচালক . এস এম যোবায়ুল কবির, জনতা ব্যাংক স্টাফ কলেজের জনাব ময়েজুল ইসলাম, বিআইএম এর পরিচালক জনাব . সাদত হোসেন মাহমুদ এবং বিএসটিডি মহাসচিব জনাব এম খায়রুল কবীর, নির্বাহী সদদ্য কে এম ইলিয়াস হোসেন, বেগম নিলুফার আহম্মেদ করিম, বেগম তাহামিন বানু, আলহাজ্ব বিলকিস বেগম প্রমূখ পর্বে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে একটি উন্নতমানের ট্রেনিং সেন্টার গড়ে তোলায় এবং অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করায় . সাদত হুসাইন কর্পোরেশনের এম ডি . নূরুল আলম তালুকদারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান