১৭তম প্রটোকল ফর্মালিটিস এন্ড আর্টিকুলেশন কোর্স

বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) এর ব্যবস্থাপনায় ১৭তম “প্রটোকল ফরমালিটিজ এ্যান্ড আর্টিকুলেশন” কোর্সটি ২৮ আগস্ট থেকে ০১ সেপ্টেম্বর  ২০১৬ পর্যন্ত (৫দিনব্যাপী)  বিএসটিডি’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত কোর্সে দেশের বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান থেকে মোট ২৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। ০১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে কোর্সটি সফলভাবে সমাপ্ত হয়েছে। কোর্সটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন ড.মীজানূর রহমান শেলী, সাবেক মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং চেয়ারম্যান, সি ডি আর বি (সেন্টার ফর ডেভোলপমেন্ট রিচার্স)।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও  বিএসটিডি’র সভাপতি ড. সা’দত হুসাইন। কোর্সটিতে সিনিয়র কোর্স উপদেষ্টা হিসাবে ছিলেন বিএসটিডি’র সহ-সভাপতি জনাব এম জানিবুল হক, কোর্স উপদেষ্টা ছিলেন ব্রেকট্ পরিচালক বেগম তাহামিন বানু, কোর্স  পরিচালক ছিলেন বিএসটিডি’র নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ জিল্লুর রহমান ও কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিডি’র সহকারি নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবদুল অদুদ।