বিএসটিডির কার্যনির্বাহী পষর্দের সদস্যদের আইএফটিডিও’র ৪৭তম বিশ্ব সম্মেলনে যোগদান

 

 



বিএসটিডি’র কার্যনির্বাহী পষর্দের সদস্য সালেহা বেগম ও নিলুফার আহমেদ করিম আইএফটিডিও’র ৪৭তম বিশ্ব সম্মেলনে যোগদান করেন। সম্মেলনটি অনুষ্ঠিত হয় দুবাইয়ের আলহাবতর শহরে বিগত ২০ থেকে২২ ই মার্চ, ২০১৮ তারিখে। এই সন্মেলনের মূল থিম ছিল Future is Today Creating Happiness at Workplace. উক্ত সন্মেলনে মোট ৮ টি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়েছে। মূল বক্তব্য ছিল Happiness কিভাবে প্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধিতে, সংস্থার মান সংরক্ষনে, ভবিষৎ প্রজন্মকে সমৃদ্ধশালী ও যোগ্য নেতৃত্ব দানের জন্য তৈরী করে দেয়ায় সহায়ক ভুমিকা পালন করতে পারে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে ১৯৭২ সালে আইএফটিডিও মানব সম্পদ উন্নয়ন, পেশাগত ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধন, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে বিশ্ব ব্যাপী একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এই সংগঠনে ৫০ টি দেশের পাঁচ লক্ষ বিভিন্ন পেশাজীবি সদস্য হিসাবে অর্ন্তরভুক্ত রয়েছেন। আইএফটিডিও’র পরবর্তী ৪৮তম বিশ্ব সম্মেলন মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে।

 

(মুহাম্মদ জিল্লুর রহমান)
নির্বাহী কর্মকর্তা
বিএসটিডি